২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এসইটিভি নিউজ ডেস্ক
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কার দ্বিতীয় ধাকা মোকাবেলায় খুলনার জেলা প্রশাসন গতকাল নগরীর ডাক বাংলা, শিববাড়ি মোড়, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বয়রা বাজার, বৈকালী এবং নতুন রাস্তার মোড় এলাকায় মোবাইলকোর্ট পরিচালনা করেন।
মোবাইকোর্ট পরিচালনাকালে দরিদ্র মাস্কবিহীন মানুষকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক সাথে না থাকায় ১৭ জনকে আটক এবং মাস্ক পরিধান না করার কারণে ২৯ জনকে ১৬ হাজার একশত টাকা অর্থদন্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলীর তত্ত্বাবধানে এই মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এবং তাহমিদুল ইসলাম।
অনুরূপ দাকোপ, দিঘলিয়া ও পাইকগাছা উপজেলাতে মোবাইলকোর্ট পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে এপিবিএন ও উপজেলার স্ব-স্ব থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসইটিভি নিউজ /আর.কে রকি