এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানাগেছে, ওই দিন বিকেলে স্থানীয়রা ঐস্থানে ভাসমান লাশ দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্য মোঃ কামরুজ্জামান তালুকদার জানান সে মৃগীরোগী ছিল। অপমৃত্যু মামলা দায়ের শেষে শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।