২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
রতন কুমার রকি (স্টাফ রিপোর্টার) এসইটিভি নিউজ:
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার চকমথুর তিন মাথা হতে মহেশ বিসি রাস্তা পর্যন্ত ৫০লাখ টাকা ব্যায়ে আর সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় রায়গঞ্জ পৌরসভার বাস্তবায়নে পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন রায়গঞ্জ তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি মোঃ আবদুল হাদি আল মাজি জিন্নাহ্, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, পৌর সভার মেয়র মোঃ আব্দুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম তালেব, পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সালাম সরকার, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স গণি ট্রেডার্সের ঠিকাদার মোঃ তৌহিদুল ইসলাম শাহীন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আকন্দ, পৌর প্রকৌশলী মোঃ আবু রায়হান, সহকারী প্রকৌশলী অলোক কুমার বসাক, কাউন্সিলর শাহীন সরকার প্রমুখ।
এসইটিভি নিউজ/আর .কে রকি