৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
রতন কুমার রকি(স্টাফ রিপোর্টার)এসইটিভি নিউজ:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২/২০২০-২১ প্রনোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, কৃষি অফিসার মমিনুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, রায়গঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি তাপস কুমার ঘোষ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারি কৃষি কর্মকতার্ মো: জহুরুল ইসলাম, জুলফিকার আলী, শেখ সাদী সহ কৃষি বিভাগের সকল কর্মকতার্-কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।#
এসইটিভি নিউজ/আর কে রকি