১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এসইটিভি নিউজ ডেস্ক
ফেনীর সোনাগাজী উপজেলার ৮নং আমিরাবাদ ইউনিয়নের কৃতি সন্তান সাবেক বিএফইউজে এর মহাসচিব সাংবাদিক মুহাম্মদ আবদুল্লাহ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি নির্বাচিত হওয়ায় ঢাকাস্থ ৮নং আমিরাবাদ ফোরামের পক্ষ থেকে মতবিনিময়, ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ৮নং আমিরাবাদ ফোরামের সভাপতি রেজাউল করিম মাসুদ ও সাধারণ সম্পাদক নুরুল আবছার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আমির হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খোকন, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আইন সম্পাদক হারুনর রশীদ সোহেল, মানব সম্পদ বিষয়ক সম্পাদক ইকবাল বাহার পুনম, সমাজ কল্যাণ সম্পাদক শরফু উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক শিমুল বরন চৌধুরী, সদস্য নূর নবীসহ সকল সদস্যবৃন্দ।
ফোরামের সভাপতি রেজাউল করিম মাসুদ মতবিনিময় সভায় (বিএফইউজে) সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবদুল্লাহ কে আমিরাবাদ ফোরামের সদস্য করেন এবং সার্বিক কার্যক্রমে সহযোগিতা কামনা করেন। সেই সাথে উনার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন।
এসইটিভি নিউজ /আর.কে রকি