২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার, এসইটিভি নিউজ:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিভিন্ন স্থানে ফাঁদ পেতে পাখি শিকার ও হত্যার অপরাধে রনি আহমদ (২৫) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকাল ৪টার দিকে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার।
দণ্ডাদেশ পাখি শিকারি উপজেলার কল্যাণপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, রনি আহমেদ, দীর্ঘদিন ধরে পরিযায়ী পাখি বিক্রি করে আসছেন। আজ পাখি বিক্রিকালে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ২০১২ অনুযায়ী রনি আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তায় করে বাহুবল মডেল থানা এবং বন বিভাগ। পরে জব্দকৃত পাখিগুলোকে ছেড়ে দেয়া হয়।
এসইটিভি নিউজ/সুমন