২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
রতন কুমার রকি স্টাফ রিপোর্টার (এসইটিভি):
আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গঠিত নৈতিক শিক্ষা, সুস্থ্য সাংস্কৃতিক চর্চা সৃজনশীল মেধা এবং সুপ্ত প্রতিভা জাগ্রত করার লক্ষ্য- পুল্লা,নিমগাছি,ক্ষিরপোতা কবরস্থান সংলগ্ন হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসা উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বেলা ৪ ঘটিকায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে মাদ্রাসার সফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আলহাজ্ব মোঃআমজাদ হোসেন(ছানা)সাবেক,চেয়ারম্যান ২নং সোনাখাড়া ইউ,পি।
উদ্বোধন করেন, প্রধান অতিথিঃ- ডাঃমোঃ আব্দুল আজিজ -সংসদ সদস্য -৬৪সিরাজগঞ্জ-৩ ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন , রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃহাদী জিন্নাহ আলমাজী, সাধারণ সম্পাদক মোঃশরিফুল ইসলাম (শরিফ ) মোঃফেরদৌস আলম সরকার তালেব যুগ্ম সাধারণ সম্পাদক, আবু হেনা মোঃমোস্তফা কামাল রিপন, চেয়ারম্যান ২নংসোনাখারাইউ,পি ও সভাপতি, সোনাখারড়া ইউনিয়ন, আঃলীগ মোঃনূরুল ইসলাম সরকার( নুরু) সাবেক সভাপতি, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগ,
এস,এম, রোকুজ্জামান(রোকন)সাধারণ সম্পাদক সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃকাজীনজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী,নিমগাছী আলহাজ্ব রফিকুল ইসলাম( রফিক) আর,টি,এস,কন্ট্রোল রুম- সভাপতি। হাফেজ আমিনুল ইসলাম, সহ প্রতিষ্ঠানের অধ্যক্ষ পরিচালনা ও কমিটির সদস্য গন আলোচনা করেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসইটিভি নিউজ /আর কে রকি