৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ || ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
স্পোর্টস ডেস্ক, এসইটিভি নিউজ:
দলের প্রতি লিওনেল মেসির নিবেদন দেখে মুগ্ধ দিনামো কিয়েভের কোচ মিরচেয়া লুসেস্কু। তার মতে, বার্সেলোনা ফরোয়ার্ড নিজের জন্য নয়, খেলেন দলের জন্য।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বাংলাদেশ সময় বুধবার রাত দুইটায় কাম্প নউয়ে বার্সেলোনার মুখোমুখি হবে ইউক্রেনের দল কিয়েভ। এর আগে মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেন লুসেস্কু।
চলতি মৌসুমে এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচে জিতলেও লা লিগায় শেষ চার ম্যাচে তারা জয়শূন্য। এর মধ্যে হেরেছে দুটি। সব প্রতিযোগিতা মিলে আট ম্যাচে মেসি গোল করেছেন তিনটি, সবকটিই স্পট কিকে। তবে আর্জেন্টাইন তারকা আগের মতোই দলের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন বলে মনে করেন লুসেস্কু।
“দলের জন্য মেসি অনেক কিছু করছে। সে শুধু নিজেকে নিয়ে নয়, দল নিয়ে ভাবে। মাঠে সে খুব পরিশ্রম করে, সবসময় সতীর্থদের দিয়ে গোল করানোর চেষ্টা করে। নিজেও গোল করে। সে তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে চায়।”
এসইটিভি নিউজ/সুমন