২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
মামুন আহমেদ (স্টাফ রিপোর্টার) এসইটিভি নিউজ:
বগুড়ার নন্দীগ্রাম থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মন্ডল যোগদান করেছেন। গত বুধবার (২৫ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ করে নেওয়া হয়।
জানা গেছে, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে নন্দীগ্রামে বদলি হয়ে আসেন। নাসির উদ্দিন মন্ডল বিভিন্ন থানায় সুনামের সহিদ দায়িত্ব পালন করেন।
এদিকে সাবেক ওসি মোহাম্মদ শওকত কবিরকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে নতুন ওসি নাসির উদ্দিন মন্ডল সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদরে।
এসইটিভি নিউজ/মামুন