১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
(স্টাফ রিপোর্টার)এসইটিভি নিউজঃ
বগুড়ার নন্দীগ্রামে ২ ব্যাক্তির নিজস্ব সম্পত্তিতে প্রতি পক্ষরা জোর পূর্বক ঘড় নির্মানের চেষ্টা করায় থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ করা হয়েছে। থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায় যে ফোকপাল গ্রামের শহিদুল ইসলামের নিজস্ব সম্পত্তি নিয়ে বগুড়া ২য় যুগ্ন জেলা জজ আদালতে ৫২/১৯ বন্টন মামলা চলমান রহিয়াছে, এমত অবস্থায় অত্র গ্রামের প্রতি পক্ষ আব্দুল হালিম,জয়নাল শেখ,সহ আরো অনেকে জোর জবর দখল করে ঘড় নির্মানের চেষ্টা করে । অপর দিকে একই গ্রামের রমজান আলী থানায় পৃথক অভিযোগে বলেন, নন্দীগ্রাম মৌজার আর এস নং ৬৬৫ সাবেক দাগ ৮১৯ হাল দাগ ৬১২-৭৪ কাতে ২৭ শতক জমি নিয়ে বগুড়া ২য় যুগ্ন জেলা জজ আদালতে ৫২/১৯ নং মামলা চলমান থাকা অবস্থায় তার প্রতিপক্ষ অত্র গ্রামের আব্দুল হাকিম,জয়নাল শেখ সহ আরো অনেকে জবর দখল করে জোর পূর্বক ঘড় নির্মান করার চেষ্টা করেছে। অপর দিকে কলেজ পাড়ার আনোয়ার মিস্ত্রি লোকজন নিয়ে ঘড় করার সহযোগিতা করেছে। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় পৃথক পৃথক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।
এসইটিভি নিউজ/মামুন