১৯শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
স্টাফ রিপোর্টার(প্রিয় আলমগীর)এসইটিভি নিউজ:
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হলো গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনে মুরাদ কবির সভাপতি ও রেজাউল করিম রাসেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় ।
জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজ্জাম্মেল হক। সকাল থেকে অনুষ্ঠান স্থলে কালিয়াকৈরসহ গাজীপুরের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি মন্ডলীর সদস্য কর্ণেল (অবঃ) ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী দিপু মনি, মির্জা আজম এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কর্নেল (অব.) মো. ফারুক খান বলেছেন, শুধু মুখে মুখে বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নয়। আমাদের প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর বীর বাঙালি হতে হবে।
পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর দীর্ঘ আলোচনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেহের আফরোজ চুমকি এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, সিটি মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান প্রমুখ।
এসইটিভি নিউজ/এস,কে,মোহন্ত