বিজ্ঞপ্তিতে বলা হয়, “জরুরি প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করতে অনুরোধ করা হল।”
করোনাভাইরাসের আতঙ্ক দূর করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে সচেতন করার লক্ষ্যে জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজের সময় কমিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের অন্য সবাইকে ৩১ মার্চ পর্যন্ত বাসায় থাকার অনুরোধ করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাও।
দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এসইটিভি নিউজ/রাব্বি সরকার